ভেনিজুয়েলার একটি তেল শোধনাগারে সন্ত্রাসী হামলা হয়েছে। বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
তিনি বলেছেন, ভারী অস্ত্রের সাহায্যে 'আমুয়ায়ে' তেল শোধনাগারে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এটি ভেনিজুয়েলার সবচেয়ে গুরুত্বপূর্ণ শোধনাগারগুলোর একটি।
এর আগের দিন এই শোধনাগারে বিস্ফোরণ ঘটে। এরপরই সংবাদ সম্মেলনের আয়োজন করে এ সংক্রান্ত তথ্য দেশবাসীকে জানান মাদুরো।
মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভেনিজুয়েলা যখন পরিশোধিত জ্বালানির সংকটে ভুগছে ঠিক তখনি এই হামলার খবর এলো। ভেনিজুয়েলার সরকার এর আগে জানিয়েছে, মার্কিন মদদপুষ্ট সন্ত্রাসীরা সেদেশে নাশকতা চালানোর চেষ্টা করছে।
এর আগে ভেনিজুয়েলার জ্বালানি সংকট সমাধানে সহযোগিতা করতে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেখানে জ্বালানি সরবরাহ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
ভেনিজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে সেখানে নতজানু সরকার বসাতে সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন সরকার।
বৈশাখী নিউজ/ফারজানা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/