ফ্রান্সের নিসের গির্জার কাছে ছুরি হামলায় তিনজন নিহত এবং বেশ ক'জন আহত হয়েছেন। রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নিস শহরের নটরডেম গির্জার কাছে ছুরি নিয়ে হামলা চালায় অজ্ঞাত এক ব্যক্তি।
সন্দেহভাজন হামলাকারীকে আটকের কথা জানিয়েছেন নিস-এর মেয়র ক্রিটিয়ান এস্ট্রোসি। এটিকে সন্ত্রাসী হামলা বলে মনে করছেন তিনি। তবে হামলাকারীর উদেশ্যে এখনো পরিষ্কার নয় বলেন তিনি।
হামলার ঘটনায় ওই এলাকায় এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে প্রশাসন। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় করণীয় নিয়ে জরুরি বৈঠকে ডেকেছে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/