ঢাকার কল্যাণপুর নতুন বাজার বস্তি সংলগ্ন ভাঙারি দোকানে আগুন লেগে দুই জন দগ্ধ হয়েছে ।রাজধানীর কল্যাণপুর নতুন বাজার বস্তি লাগোয়া ভাঙারি ও আসবাবপত্রের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার রাত ১০টা ৩মিনিটে অগ্নিকাণ্ডের
সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিলিভ ডিফেন্সের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। কিন্তু আগুনের ব্যাপকতা বাড়ায় পরে আরও ৫টি ইউনিট যোগ দেয়। মোট ১৩টি ইউনিট একঘণ্টার বেশি চেষ্টা করে রাত ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যাবে।
আগুনে আক্তার হোসেন (১৯) ও আনোয়ার (২১) নামে ২জন দগ্ধ হয়েছে। তাদেরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দুজনের শরীরেই ৫০ শতাংশেরও বেশি দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক মোঃ বাচ্চু মিয়া ।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/