ভূমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী জানিয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিমের বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখলের অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে । তিনি বলেছেন, ‘তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেগুলো তদন্ত করা হবে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আজ রোববার দুপুরে সাভারে অফিসার্স ট্রেনিং ইন্সিটিটিউটে সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। ওই কোর্সে সারা দেশে থেকে বিসিএস ক্যাডারভূক্ত এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৪৭ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।
ভূমিমন্ত্রী বলেন, ‘তার (ইরফান সেলিম) বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে সেটা তদন্ত হবে। প্রধানমন্ত্রী দলের কাউকে ছাড় দিচ্ছেন না। উনার কথা হচ্ছে জিরো টলারেন্স। এমপিপুত্র তো দূরের কথা, এমপি-মন্ত্রী কাউকে ছাড় দেওয়া হয় না।’
সাইফুজ্জমান চৌধুরী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী কষ্ট করছেন জনগণকে সেবা দেওয়ার জন্য। আমরা যারা উনার আন্ডারে কাজ করছি আমরাও চাচ্ছি জনগণকে কীভাবে সেবা দেওয়া যায়, শৃঙ্খলা কীভাবে আনা যায়। জবাবদিহিতা কীভাবে প্রতিষ্ঠিত করা যায়। কাজেই যারা সেইম পেজে থাকবে না তারা তো কষ্ট পাবেই।’
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/