ইতালিয়ান সিরি আ ফুটবলে ভেরোনা জয় পেয়েছে। বারাকের জোড়া গোলে বেনেভেন্তোকে ৩-১ গোলে হারিয়েছে তারা।
সোমবার রাতে নিজেদের মাঠ মার্ক আন্তেনিও বেন্তেগোদি স্টেডিয়ামে ম্যাচের ১৭ মিনিটে বারাকের গোলে এগিয়ে যায় ভেরেনা। এই এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।
বিরতির পর ম্যাচের ৫৬ মিনিটে লাপাদুলার গোলে ১-১ এ সমতা আনে বেনেভেন্তো। এরপর ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আবারও দলকে এগিয়ে দেন বারাক।
আর ম্যাচের ৭৭ মিনিটে লাজোভিক গোল করলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভেরোনা।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/