নীলফামারীর জলঢাকায় বাক প্রতিবন্ধী এক গৃহবধূ (৩০) ধর্ষিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার রাতে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে জলঢাকা থানায় মামলা দায়ের করেছেন, মামলা নং-৪।
মামলার পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম ইয়াকুব আলী (৩৫)। তিনি উপজেলার কৈমারী ইউনিয়নের পাটোয়ারী পাড়া এলাকার মৃত মহদ্দি মামুদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রশিদ।
মামলার বরাত দিয়ে তিনি জানান, সোমবার দুপুরে প্রতিবন্ধী গৃহবধূ বাড়ির পাশে বাঁশঝাড়ে পাতা কুড়াতে যান। এ সময় অভিযুক্ত ইয়াকুব তাকে পার্শ্ববর্তী ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি গৃহবধূর স্বামী দেখতে পেলে অভিযুক্ত ইয়াকুব পালিয়ে যান। পরে অভিযোগ পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/