চলচ্চিত্র প্রযোজক নাসির উদ্দিন দিলু পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় নিলেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় নগরীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু এ তথ্য জানিয়েছেন।
খসরু জানান, তিনদিন আগে পা পিছলে পড়ে মাথায় আঘাত পান দিলু। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কোভিড-১৯ পরীক্ষা করানো হলে ফল পজিটিভ আসে। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দুইদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে সেখানেই মারা যান তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাদ আসর নগরীর বারিধারা মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে জানান খসরু।
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সাবেক সদস্য ছিলেন নাসির উদ্দিন দিলু। তার প্রযোজিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—‘সোনার চেয়ে দামি’, ‘কাবিন’, ‘সাহস’, ‘নাচে নাগিন’, ‘রুপের রানী গানের রাজা’, ‘বুকের ধন’, ‘ফাঁসির আসামি’ প্রভৃতি।
বৈশাখী নিউজ/ বিসি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/