ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নগরীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন । সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন নাট্য নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।
৫ দিন আগে জ্বরে আক্রান্ত হন অপূর্ব। এরপর কোভিড-১৯ পরীক্ষা করা হয়। ২ নভেম্বর ফল পজিটিভ আসে। তার শরীরিক অবস্থার অবনতি হলে গতকাল (৩ নভেম্বর) বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়।
মিজানুর রহমান আরিয়ান বলেন, করোনা পজিটিভ আসার পর চিকিৎসকরা আরো কিছু রক্তের পরীক্ষা করিয়েছেন। এসব রিপোর্টে ইনফেকশন ধরা পড়েছে। বর্তমানে আইসিইউতে রেখে চিকিৎসা চলছে, এখন তিনি ঘুমাচ্ছেন। সবাই অপূর্ব ভাইয়ের জন্য দোয়া করবেন।
জানা যায়, নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন অপূর্ব। কিছুদিন আগে বান্দরবানে একটি নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফেরেন। এরপর নির্মাতা সাগর জাহানের একটি নাটকের শুটিং শেষ করেন তিনি।
বৈশাখী নিউজ/ ফাজা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/