দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৫ হাজার ২২৫ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৮৪২ জনের শরীরে।
দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর আজ বৃহস্পতিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ২১ জনে।
আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১৬ হাজার ৬ জন। এর মধ্যে ১ হাজার ৮৯১ জনসহ সুস্থ হয়েছেন মোট ৩ লাখ ৩৩ হাজার ৫৩৮ জন।
দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
বৈশাখী নিউজ/ এপি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/