বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প , ডেমোক্রেট দলের জো বাইডেন জিতে গেছেন তা মানতে রাজি নন । দুই জনের মধ্যে কিংবা তাদের প্রতিনিধির মধ্যে কোনো কথাও হয়নি বলে জানিয়েছে সিএনএন। এদিকে জানা গেছে, জারেড কুশনার নির্বাচন মেনে নিতে ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন।
জারেড কুশনার ট্রাম্পের মেয়ে ইভাঙ্কার স্বামী। ইভাঙ্কা এবং জারেড দুইজনই ট্রাম্পের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। করোনার কারণে এর আগে থেকেই পোস্টাল ব্যালটে ভোট দেওয়া শুরু করেন আমেরিকানরা। কাঙ্ক্ষিত ২৭০ ইলেক্টরাল ভোটের বেশি পেয়ে বিজয়ীর ভাষণও দিয়ে ফেলেছেন বাইডেন। এদিকে, ট্রাম্প এ পরাজয়কে চ্যালেঞ্জ জানাতে আইনি লড়াইয়ে নামছেন।
বৈশাখী নিউজ/ ফাজা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/