চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এমন রূপে দেখা যাবে তা কেউ কল্পনা করতে পারেনি । চুলে বেনি আর পরনে শাড়ি। এদিকে রোদে পুড়ে গায়ের রং কালছে হয়ে গেছে। একটি স্থিরচিত্রে ঢাকাই চরিত্রের প্রয়োজনে চেহারায় এমন মলিন ভাব আনতে হয়েছে এই অভিনেত্রীকে!
গত ৫ নভেম্বর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরকারি অনুদানের ‘ছায়াবৃক্ষ’ সিনেমার শুটিং করছেন অপু বিশ্বাস। টানা ১৫ দিন শুটিং করবেন বলে জানিয়েছেন তিনি।
অপু বিশ্বাস বলেন, ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় চা শ্রমিকের চরিত্রে অভিনয় করছি। এতে আমার নাম তুলি। আর এজন্য নিজেকে ভাঙতে হয়েছে। শ্রমিকদের স্টাইল, চলনবলন অনুসরণ করছি। তাদের মতো করে নিজেকে তৈরি করেছি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।
২০১৯-২০ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য বিভাগে ৫০ লাখ টাকা অনুদান পেয়েছে ‘ছায়াবৃক্ষ’। অনুপম কুমার বড়ুয়ার প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন নিরব। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তানভীর আহমেদ সিডনী। অনুপম কথাচিত্রের ব্যানারে সিনেমাটি নির্মিত হচ্ছে।
বৈশাখী নিউজ/ এপি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/