জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দেওড়া এলাকা হতে ৩৮০ কেজি ওজনের প্রাচীন পাল আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কষ্টি পাথরের ১টি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র্যাব। যার আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা।
গতকাল রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জযপুরহাট র্যাব-৫ এর সদস্যরা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের সহযোগিতায় প্রায় ৭৫ কোটি টাকা মূল্যের এই মূর্তিটি উদ্ধার করেন।
র্যাব জানায়, উদ্ধার করা প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি পাল বংশীয় রাজা ১ম মহীপাল (৯৯৫-১০৪৩ খ্রীঃ) আমলের। বিষ্ণু মূর্তিটির গায়ে খোদাই করা শিল্পকর্ম হতে ধারণা করা হচ্ছে- এটি কুষান সাম্রাজ্যের প্রাচীন মূর্তি শিল্পের আদলে তৈরীকৃত।
ইতোপূর্বে ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা ও ভূতপূর্ব বৃহত্তর বগুড়া জেলার দেওড়া এলাকা হতে এই শিল্পকর্মের আদলে তৈরী প্রত্নসম্পদ উদ্ধার করা হলেও র্যাব কর্তৃক উদ্ধারকৃত প্রত্ন সম্পদসমূহের মধ্যে বাংলাদেশে এই ধরনের বিষ্ণু মূর্তি এটাই প্রথম। মূর্তিটি রাষ্টীয় সম্পদ হওয়ায় তা পাহাড়পুর জাতীয় জাদুঘরে হস্তান্তর করা হবে বলেও জানায় র্যাব।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/