নির্বাচনের ফলাফলে বাইডেন বিজয়ী হলেও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা মানতে নারাজ । তিনি এখনও নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ করে যাচ্ছেন। আর তাকে সমর্থন দিয়েছেন শীর্ষ রিপাবলিকান নেতা।
সোমবার একাধিক টুইটে ট্রাম্প লিখেছেন, ‘ভোট গণনার ব্যাপক অসদাচারণ দেখুন, দ্রুত টিকা পাওয়ার মতোই, স্মরণ করুন আমি আপনাদের এমনটাই বলেছিলাম।’
আরেকটি টুইটে লিখেছেন, ‘আমরা জিতব।’
অপর টুইটে লিখেছেন, ভোট গণনায় অসদাচারণ!’
ট্রাম্প অবশ্য তার দাবির পক্ষে এ পর্যন্ত কোনো প্রমাণ হাজির করতে পারেননি।
টুইটারে তিনি লিখেছেন, ‘অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার এবং আইনি পদক্ষেপের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প শতভাগ সঠিক।’
তিনি আরও লিখেছেন, ‘এখানে মূলনীতিটি জটিল নয়, যুক্তরাষ্ট্রে সব বৈধ ভোট অবশ্যই গণনা করতে হবে এবং অবৈধ ভোট নয়।’
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/