নতুন করে শারীরিক অবস্থার কোনও অবনতি হয়নি সৌমিত্র চট্টোপাধ্যায়ের। বুধবার তার শ্বাসনালিতে অস্ত্রোপচার (ট্র্যাকিয়োস্টমি) হয়েছে। সফল হয়েছে সেই অস্ত্রোপচার। মঙ্গলবারই চিকিৎসকরা জানান, সৌমিত্রের শ্বাসনালিতে অস্ত্রোপচার করা হবে।
চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, পরবর্তী পদক্ষেপ হিসেবে সৌমিত্রের প্লাজমাথেরাপির চিন্তা-ভাবনা চলছে। যদি সব ঠিকঠাক থাকে বৃহস্পতিবারই এই থেরাপি করা হতে পারে। তিনি আরও জানান, সৌমিত্রের শরীর সব দিক ঠিকই রয়েছে। তবে তিনি খুবই দুর্বল। তার চিকিৎসায় কো-মর্বিডিটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে চিকিৎসকদের কাছে। আর সে কারণেই খুব সতর্কভাবে প্রতিটি পদক্ষেপ নিতে হচ্ছে।
এক মাস ধরে হাসপাতালে ভর্তি সৌমিত্র। চিকিৎসা চলাকালীন তার শারীরিক অবস্থার উত্থান-পতন লেগেই ছিল। তবে বিপদ না কাটলেও আপাতত তার শরীরের অবস্থা স্থিতিশীল। সূত্র: আনন্দবাজার
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/