প্রখ্যাত সুরকার, গীতিকার এবং পপ ব্যান্ড ‘রেনেসাঁ’র অন্যতম প্রতিষ্ঠাতা সংগীতশিল্পী নকীব খান করোনাভাইরাসে আক্রান্ত। বর্তমানে তিনি তার বাসায় আইসোলেশনে আছেন বলে জানান গীতিকার শহীদ মাহমুদ জঙ্গি।
এদিকে নন্দিত সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ বলেন, ‘নকীব খান কয়েকদিন ধরে শারীরিকভাবে দুর্বলতা অনুভব করছিলেন। করোনার বিশেষ কোনো লক্ষণ না থাকলেও তিনি নমুনা পরীক্ষা করতে দেন। গত ১২ নভেম্বর তার রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ আসে। বর্তমানে তিনি তার বাসায় আইসোলেশনে আছেন।’
নকীব খান ১৯৮৫ সালে ‘রেনেসাঁ’ প্রতিষ্ঠা করেন। এর আগে তিনি সোলসের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- ‘মন শুধু মন ছুঁয়েছে’, আইয়ুব বাচ্চুর কণ্ঠে ‘এখন অনেক রাত’, কুমার বিশ্বজিতের কণ্ঠে ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/