ইথিওপিয়ার টাইগ্রেতে সংঘাতগ্রস্ত এলাকায় আটকে পড়া ১০৪ বাংলাদেশি উদ্ধার হয়েছেন । জাতিসংঘের সহায়তায় তাদেরকে উদ্ধার করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আদ্দিস আবাবায় দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম।
তিনি জানান, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইথিওপিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জাতিসংঘের বাহিনীকে এ উদ্ধার কাজে সাহায্য করেছে। আটকে পড়া ওই শ্রমিকরা ডিবিএল ইন্ডাস্ট্রিজের একটি পোশাক কারখানায় কাজ করতেন। উদ্ধারের পর তাদেরকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে সরিয়ে নিয়ে আসা হচ্ছে। তারা সকলেই ভালো আছেন।
বৈশাখী নিউজ/ বিসি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/