জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘বঙ্গবন্ধু প্যাভিলিয়ন’ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রবিবার (১৫ নভেম্বর) রাতে সংসদ অধিবেশন শেষে রাষ্ট্রপ্রধান ওই প্যাভিলিয়ন ঘুরে দেখেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
এর আগে রবিবার বিকালে প্যাভিলিয়নটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুজিববর্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে এই প্যাভিলিয়ন করা হয়েছে। প্যাভিলিয়নে বড় পর্দায় জাতির পিতার ৭ মার্চের ভাষণ দেখার ব্যবস্থা করা হয়েছে।
রাষ্ট্রপতির পরিদর্শনের সময় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং হুইপ আতিউর রহমান আতিক উপস্থিত ছিলেন।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/