দেশে ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে। ১৫ হাজার ৭৬৮টি নমুনা পরীক্ষায় এই সময়ে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ১৩৯ জনের শরীরে।
নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩.৩৮ শতাংশ।
দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর আজ সোমবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ২১৫ জনে।
আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩৪ হাজার ৪৭২ জন। এর মধ্যে ১ হাজার ৬০৪ জনসহ সুস্থ হয়েছেন মোট ৩ লাখ ৫১ হাজার ১৪৬ জন।
দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
বৈশাখী নিউজ/ এপি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/