সাবেক ডেপুটি স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলী এমপির কফিনে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের স্পিকার। এর আগে জাতির এই কৃতী সন্তানের প্রতি শ্রদ্ধা নিবেদনে গার্ড অব অনার প্রদান করা হয়।
আজ সোমবার শহীদ মিনারে শওকত আলীর মরদেহে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
গার্ড অব অনার প্রদান শেষে রাষ্ট্রপতির পক্ষে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতির সহকারি সামরিক সচিব কর্নেল রাজু আহমেদ।
এরপর প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রীর সরকারি সামরিক সচিব লেফটেন্যান্ট কর্নেল রাজিব আহমেদ। স্পিকারের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন উইং কমান্ডার সাঈদ মো. ওবায়দুল্লাহ।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্পিকারের শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কর্নেল শওকত আলীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/