ফিলিপিন্সে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প।
আজ সোমবার ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলের মিনদানোতে ভূমিকম্প আঘাত হানে। ইউরো-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র- ইমএসসি জানায়, স্থানীয় সময় সকাল ৬টা ৩৭ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।
ভূমি থেকে এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার। আঘাত হানার সঙ্গে সঙ্গে আতঙ্কে ঘর ছেড়ে বাইরে আসেন বাসিন্দারা। এ অবস্থায় সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয় প্রশাসন। এ ছাড়া ঝুঁকিপূর্ণ ভবন না থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে।
এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বেশকিছু ভবন ক্ষতিগ্রস্তের খবর পাওয়া গেছে।
এদিকে আফটার শক হওয়ার পূর্বাভাস দিয়ে অই অঞ্চলের বাসিন্দাদের সতর্ক করেছে দেশটির সরকার। ফিলিপিন্স অন্যতম ভূমিকম্পন প্রবণ দেশ। দেশটিতে প্রায় সময় ভূমিকম্পে কেঁপে উঠে।
বৈশাখী নিউজ/ ফাজা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/