ভয়াবহ ঘূর্ণিঝড় ইটার প্রভাব না কাটতেই আরও বেশি শক্তিশালী ঝড় লোটা আঘাত হেনেছে মধ্য আমেরিকায়। স্থানীয় সময় সোমবার রাত রাড়ে ১০টার দিকে ক্যাটাগরি চার মাত্রার শক্তি নিয়ে নিকারাগুয়ার হাওলওভার শহরে আঁছড়ে পড়ে ঘূর্ণিঝড় লোটা। এ সময় তার বাতাসের গতি ছিল ঘণ্টায় প্রায় ১৫৫ মাইল।
সৌভাগ্যবশত ভূপৃষ্ঠে আঘাত হানার পরপরই শক্তি কমে যায় আয়োটার। মঙ্গলবার সকাল ৭টার দিকে প্রতিঘণ্টায় ৮৫ মাইল বেগে নিকারাগুয়ার উত্তরাঞ্চল পার হয়েছে ঝড়টি।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) তথ্যমতে, চলতি বছর আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঝড়গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছিল হারিকেন লোটা। একপর্যায়ে ক্যাটাগরি পাঁচে পৌছেছিল সেটি।
এনএইচসি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবারও নিকারাগুয়ায় তাণ্ডব চালাবে হারিকেন লোটা। এরপর বিকেলে ধীরে ধীরে সেটি হন্ডুরাসের দিকে এগিয়ে যাবে। বুধবার রাত নাগাদ এর শক্তি শেষ হয়ে আসবে বলেও জানিয়েছে সংস্থাটি।
মাত্র সপ্তাহ দুয়েকের ব্যবধানে মধ্য আমেরিকায় আঘাত হানা দ্বিতীয় শক্তিশালী ঝড় হচ্ছে লোটা। এর আগে গত ৩ নভেম্বর ক্যাটাগরি চার মাত্রার শক্তি নিয়ে অঞ্চলটিতে তাণ্ডব চালিয়েছিল হারিকেন ইটা।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/