মানুষের অধিকার প্রতিষ্ঠা করতেই আওয়ামী লীগের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ।তিনি বলেন, জাতির পিতা যে কর্মসূচি নিয়েছিলেন তা বাস্তবায়ন করতে পারলে অনেক আগেই উন্নত দেশের কাতারে থাকতো বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
তিনি আরো বলেন, করোনার টিকা আবিষ্কার হলেই দেশের মানুষ যেন তাড়াতাড়ি পায়, সে ব্যবস্থা নেয়া হয়েছে। করোনায় বিশ্বের অর্থনীতি বিপর্যস্ত হয়েও, বাংলাদেশের অর্থনীতি সচল রেখেছে সরকার। করোনার টিকা পেতে ১ হাজার কোটি টাকা দেয়া হয়েছে।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/