ইয়াসিন অভিঃ শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে নদীতে ফেলার হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল খালেক মিয়া, দেলোয়ার হোসেন, আব্দুস সালাম, কাজী মফিজুল হক, সাংগঠনিক সম্পাদক নূরুল আমিন শাহীন ও ঢাকা মহানগর সভাপতি বেলাল শাহ। মশিউর মালেক বলেন, ভাস্কর্য কোনো মূর্তি নয়, ভাস্কর্য যেকোনো দেশের ইতিহাস-ঐতিহ্যের প্রতীক। কিন্তু মৌলবাদীরা ভুলভাবে সেটা জাতির সামনে উপস্থাপন করছে। অবিলম্বে হুমকিদাতা মৌলবাদীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/