করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়ক ও ঢাকা-১৭ আসনের সাংসদ ফারুক । গত সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। এখনও তিনি সেখানেই চিকিৎসা নিচ্ছেন। তবে আগের তুলনায় অনেকটাই সুস্থ তিনি। কিন্তু এই অভিনেতা তার সহধর্মিনী ফারহানা ফারুককে নিয়ে ভয়ে আছেন।
করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে নায়ক ফারুকের সেবা-যত্নে আছেন তার স্ত্রী। যে কারণেই স্ত্রীকে নিয়ে ভয়ে আছেন এই অভিনেতা। আজ স্ত্রীর করোনা পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়েছে বলে জানান নায়ক ফারুক।
কিছুদিন আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকায় ফেরেন ফারুক। এরপর বেশ ভালোই ছিলেন। হঠাৎ তার শরীর খারাপ হয়। করোনা পরীক্ষা করালে রেজাল্ট পজেটিভ আসে।
বৈশাখী নিউজ/ ফাজা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/