ভারতের আলোচিত কমেডিয়ান কপিল শর্মা ও গিন্নির সংসার আসছে নতুন অতিথি। যদিও কপিল এ নিয়ে এখনো মুখ খোলেননি। কিছুদিন আগে করবা চৌথ উপলক্ষে কমেডিয়ান ভারতী সিং উৎসব উদযাপনের একটি লাইভ ভিডিও শেয়ার করেছিলেন। সেই ভিডিওতে কপিলের স্ত্রী গিন্নিকে এক ঝলক দেখা যায়। সেখানে তার বেবি বাম্প নেটিজেনদের নজর এড়ায়নি।
কপিলের ঘনিষ্ঠমহল মুম্বাইয়ের একটি সংবাদমাধ্যমকে জানিয়েছে, ইতিমধ্যেই তার মা অমৃতসর থেকে মুম্বাইতে এসে পৌঁছেছেন। অন্যদিকে, গিন্নির পরিবারও এই সময় মেয়েকে দেখাশোনার জন্য তার কাছেই রয়েছে। সম্ভবত ২০২১ সালের জানুয়ারি মাসে ভূমিষ্ঠ হবে কপিল এবং গিন্নির দ্বিতীয় সন্তান।
২০১৮ সালে গিন্নির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন কপিল। তার এক বছর পরেই জন্ম নেয় তাদের কন্যা সন্তান।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/