গুয়েতমালার কংগ্রেস ভবনের একটি অংশে অগ্নিসংযোগ করেছে সরকার বিরোধীরা। এসময় তারা ভবনটিতে ভাঙচুরও চালায়। ১০ মিনিটের মাথায় তাদের ছত্রভঙ্গ করে দেয় দাঙ্গা পুলিশ। আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
গত বুধবার রাতে মধ্য আমেরিকার দেশ গুয়েতমালায় পাশ হওয়া বাজেটের প্রতিবাদ জানাতেই এ ঘটনা ঘটায় সরকার বিরোধীরা। তাদের অভিযোগ, বাজেটে বড় বড় অবকাঠামো নির্মাণে গুরুত্ব দেওয়া হয়েছে যেসব নির্মাণের দায়িত্বে সরকারের ঘনিষ্ঠ কোম্পানিগুলো থাকছে। কিন্তু কভিড-১৯ মহামারীর কারণে হওয়া সামাজিক ও আর্থিক ক্ষতি কাটিয়ে উঠার ওপর গুরুত্ব দেয়নি সরকার। বিরোধীরা প্রেসিডেন্টের পদত্যাগের দাবিও তুলেছে।
প্রসঙ্গত, গত শুক্রবার দেশটির ভাইস প্রেসিডেন্টও এই বাজেটের বিরোধিতা করে বক্তব্য দিয়েছেন।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/