গাজী গ্রুপ চট্টগ্রাম অপ্রতিরোধ্য, অপরাজিত ভাবে ক্রিকেট খেলে যাচ্ছে। টানা দুই ম্যাচে জয়। গাজী গ্রুপ চট্টগ্রামের দুই ম্যাচেরই নায়ক বোলাররা। প্রথম ম্যাচে মোসাদ্দেক হোসেন ২ ওভারে ৯ রানে দুই উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পান। দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে ৫ রানে চার উইকেট নিয়ে নায়ক মোস্তাফিজুর রহমান। বোলারদের অসাধারণ নৈপুণ্যে দুই ম্যাচে প্রতিপক্ষকে একশর আগে অলআউট করেছে চট্টগ্রাম। প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকাকে ৮৮ রানে অলআউটের পর দ্বিতীয় ম্যাচে জেমকন খুলনাকে গুঁড়িয়ে দেয় ৮৬ রানে। তাদের ধ্রুপদী বোলিংয়ের রহস্য কী?
শেষ ম্যাচে খুলনার ইমরুল কায়েস ও জহুরুল ইসলাম অমির উইকেট নেওয়া তাইজুল ইসলাম জানালেন, দলকে জেতানোর তাড়না থেকেই বোলাররা বড় ভূমিকা রাখছেন। প্রতিপক্ষকে চাপে রাখতে লাইন ও লেন্থ ধরে রাখছেন বোলাররা। তাতে ব্যাটসম্যানরা বাড়তি ঝুঁকি নিচ্ছেন। প্রতি আক্রমণেই আসছে সাফল্য। রোববার মিরপুরে অনুশীলন শেষে তাইজুল বলেন, ‘বোলাররা অবশ্যই ভালো বল করছে। এতে কোনও সন্দেহ নেই। টি-টোয়েন্টিতে ৮-১০ রান দিয়ে ২-৩ উইকেট নেওয়া সহজ না। আমার কাছে মনে হয় টিমকে জেতানোর ক্ষেত্রে এগুলো আমাদের ভালো একটা দিক। সব কিছু হিসেব করলে দেখা যায়, বোলাররা ভালো ভূমিকা রাখছে।’
বৈশাখী নিউজ/ ফাজা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/