ফজলুর রহমান বাবুর কণ্ঠে নতুন গান ‘চান্দে বসত কইরো কইন্যা

আপডেট: November 29, 2020 |

‘চান্দে বসত কইরো কইন্যা’ শিরোনামে নতুন গান নিয়ে দর্শক স্রোতাদের সামনে হাজির হচ্ছেন
খ্যাতিমান সংগীত পরিচালক মিল্টন খন্দকার। কথা ও সুর করেছেন নাট্য নির্মাতা শিমুল সরকার।ফজলুর রহমান বাবুর কণ্ঠে নতুন গান ‘চান্দে বসত কইরো কইন্যা পরিবেশিত হবে । জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু নিয়মিত অভিনয় করছেন। পাশাপাশি বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তার গাওয়া গানগুলো দারুণ জনপ্রিয়তা পেয়েছে।

লোকায়ত বাংলার এক কল্পিত লোককন্যাকে নিয়ে তৈরি হয়েছে গানের প্রেক্ষাপট। ‘চান্দে বসত কইরো কইন্যা, চান্দে বাড়ি ঘর, তোমার সনে আমার পিরিত ইহ জনম পর কইন্যা’—এমন কথার গানটি নিয়ে উচ্ছ্বসিত ফজলুর রহমান বাবু। তিনি জানান, দর্শক আগের মতোই আমার গানটিও লুফে নেবে। গানটি তৈরি হয়েছে নতুন অনলাইন প্ল্যাটফর্ম সৌখিন এন্টারটেইনমেন্টের জন্য। নতুন বছরের শুরুতেই গানের ভিজ্যুয়ালসহ দেখতে পাবেন দর্শক।

মিল্টন খন্দকার আধুনিক রোমান্টিক গানের বাইরে অনেক দিন পর এমন একটি লোকগানের সংগীতায়োজন করে তৃপ্ত বলে জানিয়েছেন তিনি।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর