গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৭টার দিকে কালীগঞ্জ উপজেলার বাঘেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার মুনসেফপুর এলাকার তরবআলী খন্দকারের ছেলে নুরুল ইসলাম (৪০) ও একই এলাকার মাইনুল ইসলাম (৩২)।
কালীগঞ্জ থানার ওসি এ কে এম মিজানুল হক জানান, কালীগঞ্জ উপজেলার বাঘেরপাড়া এলাকার টঙ্গী-ঘোড়াশাল সড়কে অজ্ঞাত একটি গাড়ি ব্যাটারি চালিত এক রিকশাকে ধাক্কা দেয়। এতে ওই রিকশাচালক নুরুল ইসলাম ও রিকশা যাত্রী মাইনুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/