মস্কো ইতোমধ্যে এক লাখের বেশি মানুষকে করোনার টিকা দিয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। বুধবার ভিডিও লিংকের মাধ্যমে জাতিসংঘে রাশিয়ার উৎপাদিত স্পুৎনিক ভি টিকা উপস্থাপনের সময় তিনি এ তথ্য জানিয়েছেন।
এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন আগামী সপ্তাহেই করোনার টিকাদান কর্মসূচি শুরু করতে সামাজিক নীতি বিষয়ক উপ-প্রধানমন্ত্রী তাতানিয়া গোলিকোভাকে নির্দেশ দিয়েছেন।
পুতিন বলেছেন, ‘আমি জানি আমরা উৎপাদন করেছি বা আগামী কয়েক দিনের মধ্যে ২০ লাখেরও বেশি স্পুৎনিক ভি টিকা উৎপাদন করবো। বিশ্বে এটাই প্রথম রেজিস্ট্রি হয়েছিল। এটি আমাদের ব্যাপক হারে টিকাদান কর্মসূচি শুরুর সুযোগ করে দিয়েছে। গণহারে যদি নাও হলেও অন্তত চিকিৎসক ও শিক্ষকদের সর্বাগ্রে টিকা দেওয়ার ব্যাপারে আমরা সম্মত হয়েছি।’
প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী, আগামী সপ্তাহেই ব্যাপক হারে টিকাদান কর্মসূচি শুরু করা হবে এবং এটি বিনামূল্যে দেওয়া হবে বলে নিশ্চিতও করেছেন তাতানিয়া।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/