বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি পরিদর্শন করেছেন ।
শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে তিনি কুঠিবাড়ি প্রাঙ্গণে নির্মাণাধীন মুক্তমঞ্চ, ক্যাফেটেরিয়া, অতিথিদের জন্য বিশ্রামাগারসহ নানামুখী উন্নয়নমূলক কার্যক্রম তদারকি এবং পর্যবেক্ষণ করেন।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান।
পর্যবেক্ষণ শেষে রবী ঠাকুরের স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি ঘুরে দেখেন তিনি। এছড়াও পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
বৈশাখী নিউজ/ বিসি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/