এক অনবদ্য হীরার ফুল। যা দেখলে বিশ্বাসই করা যায় না যে এটি ১২,৬৩৮টি ছোট ছোট হীরা দিয়ে তৈরি। ২৫ বছরের এক কারিগর এই আংটিটি তৈরি করেছেন।
ওই যুবকের ডিজাইন করা আংটি নাম তুলেছে গিনেস বুক অফ ওয়র্লড রেকর্ডস্-এ। হরিশ বনসল নামে ওই কারিগর বছর দুয়েক আগে গুজরাতের সুরাটে গয়না শিল্প নিয়ে পড়াশোনা করেন। সেইসময় ওই আংটি গড়ার অনুপ্রেরণা পেয়েছিলেন তিনি।
ওই ব্যক্তির ডিজাইন করা আংটির নাম ‘মেরিগোল্ড- দ্য রিং অফ প্রসপারিটি’। মেরিগোল্ড, অর্থাৎ গাঁদা ফুলের মতো দেখতে আংটি-টি সমৃদ্ধির আংটি, এমনটাই ভাবনা রয়েছে এই আংটি তৈরির পেছনে। আংটির ওজন ১৬৫ গ্রাম।
গাঁদা ফুলের মতো দেখতে আংটিরও আছে আটটি স্তর এবং প্রতিটি স্তরে একটি করে পাপড়ি। হরিশ বললেন, ‘আমার লক্ষ্য সবসময় ছিল ১০,০০০-এর বেশি হিরে। আমি অনেক ডিজাইন এবং ভাবনার চেষ্টায় অবশেষে এটা গড়েছি।’ সূত্র : কলকাতা টোয়েন্টিফোর।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/