রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে আক্তার হোসেন বাপ্পী (৩৮) নামে এক ব্যক্তিকে প্যাথেডিনসহ আটক করেছে র্যাব-১০। শনিবার রাতে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অ্যাডিশনাল ডিআইজি মো. কাইমুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ২১ পিস প্যাথিডিনসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক আক্তার হোসেন বাপ্পী পেশাদার প্যাথেডিন ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় প্যাথেডিন ব্যবসা চালিয়ে আসছিলেন। আসামির বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/