আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বের মুসলিম দেশগুলোতে ভাস্কর্য থাকা সত্ত্বেও বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলার ধৃষ্টতা যারা দেখিয়েছে তাদের সঙ্গে কোনও আপস নেই।
সোমবার (৭ ডিসেম্বর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রী নিজেই বিষয়টি দেখছেন। দেশে কোনও অশান্তি-বিশৃঙ্খলা না হোক, সেদিকে খেয়াল রাখতে হবে।
মন্ত্রী আরও বলেন, বুঝেশুনে আমাদের আগাতে হবে। আমাদের দেশে ধর্ম একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রধানমন্ত্রী নিজেই বিষয়টি দেখছেন। আমরা অহেতুক দেশে অশান্তি করার মতো পরিস্থিতির উসকানি দিতে চাই না।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/