যুক্তরাষ্ট্রের মালিকানাধীন ট্রিপ অ্যাডভাইজার অ্যাপসহ নিজেদের স্টোরেজ থেকে ১০৪টি অ্যাপ ডিলিট করেছে চীন। তবে বেশিরভাগ অ্যাপই চীনের মালিকাধীন। এসব অ্যাপের বিরুদ্ধে পর্নগ্রাফি, যৌনবৃত্তি, ভায়োলেন্স, জুয়াসহ নানা অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়। মঙ্গলবার (০৮ ডিসেম্বর) এ নির্দেশ কার্যকর করা হয় বলে জানায় ইকোনমিক টাইমস।
চীনের সাইবার স্পেস প্রশাসন জানায়, এসব অ্যাপ দেশটির এক থেকে তিনটি সাইবার আইন ভঙ্গ করে চলছে। তবে এ বিষয়ে এর চেয়ে বাড়তি কোনো তথ্য জানানো হয়নি গণমাধ্যমকে। এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের একটি আদালতে চীনের মালিকানাধীন অ্যাপ টিকটক নিষিদ্ধের পর নেওয়া হলো।
বেশিরভাগ অ্যাপই দেশটিতে বেশ জনপ্রিয় ছিল এমন নয়। তবে কিছু অ্যাপের জনপ্রিয়তা একদমই ফেলে দেওয়ার মতো ছিল না। তবে নিশ্চিত করে বলা হয়নি যে, কেন যুক্তরাষ্ট্রের মালিকানাধীন ট্রিপ অ্যাডভাইজার নিষিদ্ধ করা হলো।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/