‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ স্পন্সরড বাই ওয়ালটন’-এর সময়-সূচিতে পরিবর্তন নিয়ে এসেছে । ঘন কুয়াশা আর অতিরিক্ত শিশিরের কারণে টুর্নামেন্টের শেষ দিকে এসে ক্রিকেট বোর্ড সূচি পরিবর্তন করতে বাধ্য হয়।
নতুন সময়ানুযায়ী প্রথম ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে ১২টায় (টস ১২টা) ও দ্বিতীয় ম্যাচ শুরু হবে সাড়ে ৫টায় (টস ৫টা)। নতুন সময় কার্যকর হবে ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) ম্যাচ থেকে।
যে দিনগুলোতে কেবল ম্যাচ একটাই ওইদিন খেলা শুরু হবে সাড়ে ৪টায়। টস হবে ৪টায়। অর্থাৎ টুর্নামেন্টর দ্বিতীয় কোয়ালিফায়ারও ফাইনাল ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে ৪টায়।
বুধবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টেকনিক্যাল কমিটির কনভেনার জালাল ইউনুস স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বৈশাখী নিউজ/ ইডি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/