আগামী ১৫ ডিসেম্বর থেকে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদনপত্র বিতরণ শুরু

আপডেট: December 10, 2020 |

আগামী ১৫ ডিসেম্বর থেকে ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য আবেদনপত্র বিতরণ করতে চায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। এবার প্রথম থেকে নবম পর্যন্ত সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করে ভর্তি করা হবে।

বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করতে আগামী ৩০ ডিসেম্বর লটারি করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় বরাবর এমন প্রস্তাব দিয়েছে মাউশি। আর লটারির কাজটি হবে অনলাইনে সফটওয়্যার ব্যবহার করে।

মাউশির কর্মকর্তারা বলছেন, মন্ত্রণালয় থেকে অনুমোদন মিললে সবাইকে সময়সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় জানিয়ে দেওয়া হবে। তখন বেসরকারি বিদ্যালয়গুলো কীভাবে নিজস্ব ব্যবস্থায় আবেদনপত্র বিতরণ ও লটারির কাজটি করবে, সেটাও জানিয়ে দেওয়া হবে। একই সঙ্গে ঢাকার বাইরের সরকারি বিদ্যালয়গুলোর বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হবে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর