সফল অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুমিনুল হক। আজ রোববার সকালে পৌনে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন তিনি।
গত ৮ ডিসেম্বর স্ত্রীকে নিয়ে দুবাই যান মুমিনুল। সেখানে বুরজিল হাসপাতালে হয় মুমিনুলের ডান হাতের আঙুলের অস্ত্রোপচার। দুবাই গিয়ে পরদিনই অপারেশন করাতে পেরেছিলেন মুমিনুল এবং তিনদিন পরই দেশে ফিরে আসতে পেরেছেন। সব মিলে ৫ দিনে সব শেষ। মুমিনুলকে ৪ সপ্তাহের বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে খেলছিলেন মুমিনুল হক। গত ২৮ নভেম্বর জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় ডান হাতের বৃদ্ধাঙুলে চোট পান এই বাঁহাতি ব্যাটসম্যান।
বৈশাখী নিউজ/ ইডি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/