বরগুনায় অনুষ্ঠিত এমপি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল হেরেও ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ৬৬ বলে ৮৮ রানের অনবদ্য ইনিংসের কারণে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন তিনি।
ফাইনাল উপলক্ষে শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি)। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৬১ রান। জবাবে ১৮ ওভার তিন বলে নয় উইকেট হারিয়ে বরগুনা বয়েজ সংগ্রহ করে ১২৯ রান। এতে ৩২ রানের সহজ জয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ।
এ ছাড়া বরগুনা বয়েজের অধিনায়ক মো. মইনুল ইসলাম পাঁচ ম্যাচে ৮৯ রানের পাশাপাশি ও ১৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন।
এর আগে গত ২ ডিসেম্বর আট দলের অংশগ্রহণে বরগুনা স্টেডিয়ামে শুরু হয় জেলার সবথেকে বড় জাঁকজমকপূর্ণ এই ক্রিকেট টুর্নামেন্ট। গত ১১ ডিসেম্বর সকালে এবং বিকেলে সেমিফাইনালে জয়লাভ করে ফাইনালে পা রাখে বরগুনা বয়েজ ও ইনন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
বৈশাখী নিউজ/ ইডি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/