যুদ্ধে পরাজয়ের অভিযোগে আর্মেনিয়ার প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারল বিক্ষোভকারীরা

আপডেট: December 20, 2020 |

আজারবাইজানের সঙ্গে যুদ্ধে আর্মেনিয়ার পরাজয় হয়েছে অভিযোগ তুলে দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানকে ডিম ছুড়েছে বিক্ষুব্ধ জনগণ। শনিবার আজারবাইজানের সঙ্গে সংঘাতে নিহত আর্মেনিয়ার সেনাদের প্রতি সম্মান জানাতে শোকযাত্রায় অংশ নেন আর্মেনীয় প্রধানমন্ত্রী। এ সময় তাকে উদ্দেশ্য করে বিক্ষুব্ধরা ডিম ছুড়ে মারলে প্রধানমন্ত্রীকে ছাতা দিয়ে ঢেকে রাখেন নিরাপত্তারক্ষীরা।

আর্মেনিয়ার বিরোধী দল দাবি করছে, রাশিয়ার মধ্যস্থতায় নাগোরনো কারাবাখ নিয়ে আজারবাইজানের সঙ্গে চুক্তির ফলে পাশিনিয়ানের অদক্ষতাই দায়ী। সংঘাত ও সেনা সদস্যদের মৃত্যুর জন্য তারা আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর প্রদত্যাগের জন্য চাপ সৃষ্টি করে যাচ্ছে। শনিবার তিন দিনের শোকযাত্রার প্রথমদিন নেতৃত্ব দেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর