বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০ দেশ

আপডেট: December 20, 2020 |

সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে সাত কোটি ৬৬ লাখ ১৯ হাজার চারশ ৮৫ জন এবং মারা গেছে ১৬ লাখ ৯১ হাজার সাতশ ৭২ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে পাঁচ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার তিনশ ২৭ জন।

তার মধ্যে কেবল যুক্তরাষ্ট্রেই করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ৮০ লাখ ৭৭ হাজার সাতশ ৬৮ জন এবং মারা গেছে তিন লাখ ২৩ হাজার চারশ এক জন। সে দেশে সুস্থ হয়ে গেছে এক কোটি পাঁচ লাখ ৪৫ হাজার চারশ ৪৫ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দুই নম্বরে থাকা ভারতে আক্রান্ত হয়েছে এক কোটি ৩১ হাজার ছয়শ ৫৯ জন এবং মারা গেছে এক লাখ ৪৫ হাজার পাঁচশ ১৩ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে ৯৫ লাখ ৭৯ হাজার ছয়শ ৮১ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তিন নম্বরে রয়েছে ব্রাজিল, চার নম্বরে রাশিয়া, পাঁচে ফ্রান্স, ছয়ে তুরস্ক, সাতে যুক্তরাজ্য, আট নম্বরে ইতালি, নয় নম্বরে স্পেন এবং ১০ নম্বরে আর্জেন্টিনা। সূত্র: ওয়ার্ল্ডয়োমিটার

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর