নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘নষ্ট করার মতো সময় আর নেই’।
বাইডেন তার পরিবেশ ও জ্বালানি দলকে সবার সামনে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি জানান, তার এ দল জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ‘উচ্চাভিলাসী পরিকল্পনা’ বাস্তবায়নে নেতৃত্ব দেবে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলার ইস্যুটি বাইডেন সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যা ছিল একেবারেই বিপরীত।
মার্কিন সিনেট যদি বাইডেনের গঠিত এই দলকে অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথবারের মতো কোনো কৃষাঙ্গ পরিবেশ প্রতিরক্ষা সংস্থার (ইপিএ) প্রধান হবেন।
আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্পকে হারানো জো বাইডেন। তিনি বলেন, ‘আমরা সংকটের মধ্যে রয়েছি। কোভিড-১৯ মোকাবিলায় জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে তেমনই জলবায়ু পরিবর্তন ইস্যুতেও ঐক্যবদ্ধভাবে জাতীয় প্রতিক্রিয়া দরকার।’
বৈশাখী নিউজ/ ফাজা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/