ইথিওপিয়ায় হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০৭

আপডেট: December 27, 2020 |

ইথিওপিয়ার বেনিশানগুল-গুমুজ এলাকা রীতিমতো অশান্ত হয়ে উঠেছে। সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে নিরাপরাধ গ্রামবাসীকে হত্যা করছে। হামলায় নিহত গ্রামবাসীর সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। দেশটির পশ্চিম বেনিশাংগুল-গুমুজ প্রদেশে বুধবার ভোরে ওই হামলা চালানো হয়।

দেশটির রেড ক্রসের পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে, এখন পর্যন্ত ২০৭ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গোষ্ঠীগত সহিংসতা বন্ধে শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রী আবি আহমেদ ওই প্রদেশের ভ্রমণের একদিন পর এই নৃশংস ঘটনা ঘটে। আবি বৃহস্পতিবার সকালে জানিয়েছেন, সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।

ইথিওপিয়ার মানবাধিকার কমিশন বিবৃতিতে বলেছে, ‘সশস্ত্র ব্যক্তিদের গুলি ও অগ্নিসংযোগে দুই শতাধিক মানুষ নিহত হয়েছে।’
কারা এ হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হওয়া না গেলেও রাজ্য সরকারের মুখপাত্র বিয়েনি মেলেসি হামলায় দায় দিয়েছেন ‘শান্তি বিরোধীদের’।

তিনি বলেন, নিহতদের সংখ্যা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে যা তথ্য পাচ্ছি, সংখ্যাটা অনেক।

সেপ্টেম্বর থেকে এ ধরনের চারটি হামলায় বিপুল সংখ্যক মানুষ নিহত হয় প্রদেশটিতে।

ইথিওপিয়া হিউম্যান রাইটস কমিশন আরও জানিয়েছে, এই আক্রমণ যখন হয়েছে, তখন সেখানে পুলিশ বা সরকারি কোনো নিরাপত্তা বাহিনী ছিল না। তাদের মতে, ফেডারেল ও আঞ্চলিক সরকারের মধ্যে সমন্বয় অনেক বাড়াতে হবে। দুর্ভাগ্যের বিষয় হলো, এই ধরনের ঘটনা সমানে বাড়ছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর