চীনে বিষ প্রয়োগে কোটিপতি গেম নির্মাতাকে হত্যা

আপডেট: December 28, 2020 |

চীনের একজন কোটিপতি গেম নির্মাতাকে বড়দিনে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে। এমনটি জানিয়েছে সাংহাই পুলিশ। লিন কুই (৩৯) নামে ওই ব্যক্তি চীনা গেম নির্মাতা প্রতিষ্ঠান ইয়োজুর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী। তিনি ‘গেম অব থ্রোনস: উইন্টার ইজ কামিং’ গেমের জন্য বেশি পরিচিতি লাভ করেন। খবর বিবিসি বাংলার।

সাংহাই পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, এই বিষ প্রয়োগের জন্য জুহু নামে লিনের একজন সহযোগীকে সন্দেহ করা হচ্ছে। লিনের সব মিলিয়ে ১০০ কোটি ডলারের বেশি সম্পদ রয়েছে বলে ধারণা করা হয়।

লিন কুইয়ের মৃত্যুর ঘটনার পরে তার প্রতিষ্ঠানের কর্মী এবং সাবেক কর্মী ইয়োজুর অফিসের সামনে সমবেত হন। কোম্পানির ওয়েবসাইটের প্রাতিষ্ঠানিক ওয়েইবো সাইটেও একটি আবেগী বার্তা দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘বিদায় হে যুব। আমরা আবার একত্র হবো, একে অপরের প্রতি সদয় থাকবো, ভালোতে বিশ্বাস রাখবো এবং সব খারাপের বিরুদ্ধে লড়াই করে যাবো।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর