মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ফেসবুক লাইভে এসে কথা বলতে বলতে আত্মহত্যা করছে মারুফ আহম্মেদ মিশাল (২০) নামে এক যুবক।
সোমবার (২৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে পুলিশ নিহত মিশালের ঝুলন্ত লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত মিশাল বেপারী মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের পলাশপুর গ্রামের সৌদি প্রবাসী মহিউদ্দিন বেপারির ছেলে। নিজ ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বিক্রমপুর টঙ্গীবাড়ি সরকারি ডিগ্রি কলেজের ছাত্র মিশাল।
নিহতের নিকট আত্মীয় সুমন মিয়া জানান, নিহত মিশাল তার এক নারী আত্মীয়ের সঙ্গে প্রেম করছিলেন। প্রেমের বিষয়টি দুই পরিবারের মধ্যে সম্প্রতি জানাজানি হয়। এ নিয়ে মিশালের সাথে তার প্রেমিকার পরিবারের সম্পর্কের টানাপোড়েনের সৃষ্টি হয়। এই ঘটনার জের ধরেই মিশাল আত্মহত্যা করেছে বলে জানান মিশালের ওই আত্মীয়।
টঙ্গীবাড়ি থানার ওসি হারুন অর রশিদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/