২০২০ সালে ঈর্ষণীয় উন্নতি জেফ বেজোসের, সম্পদ বেড়েছে ৭২ বিলিয়ন ডলার

আপডেট: December 29, 2020 |

২০২০ সালে আমাজনের প্রধান নির্বাহী ও প্রেসিডেন্ট জেফ বেজোসের সম্পদ বেড়েছে ৭২ বিলিয়ন ডলার। তার ব্যক্তিগত সম্পদের আর্থিক এখন মোট ১৮৫ বিলিয়ন ডলার।জেফ বেজোসের সম্পদ গত বছরের তুলনায় ৬৩.৩% হারে প্রবৃদ্ধি অর্জন করেছে। বিশ্বের সবচেয়ে বেশি সম্পদশালী ব্যক্তি হিসেবেই বছর শুরু করেছিলেন। শেষটাও শীর্ষে থেকেই হয়েছে। উল্টো আরও সম্পদ বেড়েছে বহুগুণ।

বেজোসের সম্পদ উৎস তার নিজ প্রতিষ্ঠানে বড় অংশের মালিকানা বা কোম্পানি শেয়ার। মহামারী করোনাভাইরাসের সময় পুঁজিবাজারে অ্যামাজনের শেয়ার ধরে রেখেছে ঈর্ষণীয় প্রবৃদ্ধির ধারাবাহিক রেকর্ড। এ কারণেই বেজোসের আয় বেড়েছে।

আয় বাড়লেও মহামারীর ঝুঁকি মোকাবিলা করে কাজ করার দরুণ বেজোস কর্মীদের যথাযথ বেতন-ভাতায় পুরস্কৃত করেননি, এমন অভিযোগও ওঠেছে। সম্প্রতি ব্লুমবার্গের এক প্রতিবেদন সূত্রে জানা যায়, অ্যামাজনের চার হাজার কর্মী সরকারি খাদ্য সহায়তার মাধ্যমে জীবনধারণ করছেন।
সূত্র: বিজনেস ইনসাইডার

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর