বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তৃতীয়বারের মতো বাবা হতে চলেছেন। এর আগে গত বছরের এপ্রিলে দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হন তিনি। ২৪ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় শিশিরের কোলজুড়ে আসে নতুন অতিথি। নতুন অতিথি পুরনো হওয়ার আগেই আরও এক অতিথি আসার সুখবর দিলেন সাকিব।
দ্বিতীয় মেয়ের সময় ফেসবুকে ভক্তদের জানিয়েছিলেন সাকিব। সে সময় বড় মেয়ে আলাইনা হাসান অব্রির একটি ছবি পোস্ট করে দ্বিতীয় কন্যার আগমনের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এবারও একই পদ্ধতি বেঁছে নিলেন। আজ স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বেবি বাম্পের ছবি আপলোড করেছেন সাকিব আল হাসান।
বৈশাখী নিউজ/ এপি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/