সমুদ্রে ডুবতে থাকা চার জেলেকে ড্রোনের সাহায্যে বাঁচালেন শিক্ষার্থী

আপডেট: January 7, 2021 |

সময় যত এগোচ্ছে, ততই এগোচ্ছে প্রযুক্তি। আর এই প্রযুক্তির সাহায্যেই এবার প্রাণ বাঁচল ভারতের কেরালা  উপকূলে গভীর সমুদ্রে ডুবতে থাকা চার জেলের। নিজের ড্রোনের সাহায্যে ওই ডুবন্ত জেলেদের বাঁচিয়ে সেখানে এখন রীতিমতো ‘‌হিরো’‌র তকমা পাচ্ছেন ১৯ বছর বয়সি এক ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী।

মঙ্গলবার ত্রিশুরে নাট্টিক বিচ উপকূল থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার পরই ডুবে যায় জেলেদের নৌকাটি। অনেক খুঁজেও সেটির খোঁজ মেলেনি। এই খবর জানতে পেরেই সাহায্য করতে এগিয়ে আসেন দেবাং সুবিল নামে বেঙ্গালুরু ক্রাইস্ট ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী। কিন্তু ‘‌এটা ছোটদের কাজ নয়’, এ কথা বলে তার সাহায্য নিতে অস্বীকার করে কর্তৃপক্ষ।

এদিকে, প্রচুর সময় কেটে গেলেও জেলেদের খোঁজ না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়েন অনেকে। শেষপর্যন্ত স্থানীয় বিধায়ক গীতা গোপীর কথায় ওই শিক্ষার্থীর সাহায্য নিতে রাজি হন প্রশাসনের কর্মকর্তারা। এরপরই ড্রোন নিয়ে উদ্ধারকারীদের দলে যোগ দেন সুবিল।

পরবর্তী ঘটনাক্রম জানাতে গিয়ে সুবিল বলেন, উদ্ধারকারীদের বোটটি উপকূল‌ থেকে ১১ নটিক্যাল মাইল দূরে পৌঁছানোর পরই তিনি ড্রোনটি ওড়ান। প্রথম ২০ মিনিট প্রচণ্ড হাওয়ার কারণে একটু অসুবিধা হলেও পরবর্তীতে তা ঠিক হয়ে যায়। এর মধ্যেই অবশ্য একজন ডুবন্ত জেলেকে দেখা যায় ক্যামেরায়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে উপকূলরক্ষী বাহিনী। এরপর বাকিদেরও ওই স্থানের আশপাশ থেকেই উদ্ধার করা হয়। তবে শেষ ব্যক্তিকে উদ্ধার করতে এক ঘণ্টারও বেশি সময় লাগে। তিনি আর একটু হলেই ডুবে যাচ্ছিলেন। উদ্ধারের পর অজ্ঞান হয়ে গেলেও হাসপাতালে প্রাণ বাঁচে ওই ব্যক্তির।

প্রথমে বিশ্বাস না করলেও পরবর্তীতে ওই যুবকের কাজের প্রশংসায় পঞ্চমুখ প্রশাসনের কর্মকর্তা থেকে স্থানীয় বাসিন্দারা। কেরালার ফিসিং বোট অপারেটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীদিনে উদ্ধারকার্যে ড্রোন ব্যবহার করার ব্যাপারে  চিন্তা-ভাবনা করছেন তারাও।

সূত্র: সংবাদ প্রতিদিন, হিন্দুস্তান টাইমস

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর