নীলফামারীতে সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণ মামলায় লাল মোহন দাশ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ।
বুধবার (৬ জানুয়ারি) দুপুরে লালমনিরহার জেলার পাটগ্রাম উপজেলার বাউরা বাজার হতে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার লাল মোহন ডোমার সদর ইউনিয়নের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা।
ওসি মো. মোস্তাফিজার রহমান জানান, গত ৬ ডিসেম্বর সকাল ১০টার দিকে ওই ছাত্রী মাদ্রাসা যাওয়ার পথে কয়েকজন অপহরণকারী পাগলাবাজার এলাকা হতে মাইক্রোবাসে করে তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর বুধবার দুপুরে ডোমার থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি লাল মোহনকে গ্রেপ্তার করে। আজ আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বৈশাখী নিউজ/ এপি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/