দেশের মানুষের আস্থা ও ভালোবাসার ব্র্যান্ড ‘ওয়ালটন’। পেশাগত দায়িত্বের বাইরে গিয়েও বিভিন্ন সময় মানুষের ছোট ছোট সুখের অংশীদার হতে দেখা গেছে স্বনামধন্য প্রতিষ্ঠানটিকে। হাজারো মানবিক গল্পের সমষ্টিতে ওয়ালটন আজ দেশের শীর্ষ বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড।
সম্প্রতি অনলাইনে ওয়ালটন এলিভেটরের ওভিসি প্রকাশ করেছে। প্রকাশ্যে আসার পর দর্শকদের হৃদয় ছুঁয়েছে এটি। অনেকেই মন্তব্য করে অভিভূত হওয়ার কথা জানিয়েছেন। ওভিসিটি পরিচালনা করেছেন আবুল খায়ের চাঁদ। অশ্রু খানের প্রযোজনায় এতে অভিনয় করেছেন—মুনির হোসাইন, সাব্বির হোসাইন লিখন, কানিজ সুবর্ণ প্রমুখ।
ওয়ালটন এলিভেটরের ব্র্যান্ড ম্যানেজার জাকিবুর রহমান বলেন—এলিভেটর ম্যানুফ্যাকচারার হিসেবে আমরাই প্রথম বাংলাদেশ সরকারের অনুমোদন পেয়েছি। তাছাড়া ৫ বছরের কিস্তি সুবিধা দিচ্ছি এলিভেটরের মতো এত বড় একটি প্রোডাক্টের। তাই দর্শকরা আমাদের ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/